সিলেট লাইভ ডেস্ক :: নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে মদিনা মার্কেট থেকে পাঠানটুলা পয়েন্টের দিকে যাওয়ার সময় চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামী ইয়াছিন মোল্লা (২৬) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা আমলাব গ্রামের মো. মোকসেদ মোল্লার ছেলে। বর্তমানে সে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার বাংলা বাজার কাইজ্জারচর গ্রামে বসবাস করছে।
পুলিশ জানায়, আসামী ইয়াছিন মোল্লা (২৬) চোরাই মোটরসাইকেল নিয়ে নগরীর মদিনা মার্কেট থেকে পাঠানটুলা পয়েন্টের দিকে যাওয়ার সময় জালালাবাদ থানার এসআই (নি.) মো. আশরাফুল সিদ্দিকের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সে সঠিক কোনো উত্তর দিতে পারে নি। পরে সে মোটরসাইকেলটি অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সহায়তায় চুরি করে নিয়ে আসছে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত সিঙ্গার কোম্পানির পুরাতন লাল খয়েরী রংয়ের ১০০ সিসি মোটরসাইকেল, যার রেজি নং- মৌলভীবাজার-হ-১১-৩৩১৪, মূল্য অনুমান ৬০ হাজার টাকা।
পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে জালালাবাদ থানায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মামলা দায়ের করেছে। মামলা নং ১৯। পরে এদিন সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খাঁন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।