সিলেট লাইভ ডেস্ক :: মহামারি মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ও ছাত্রলীগ নেতা ফাহিম রাজা চৌধুরীর উদ্যোগে সিলেট নগরজুড়ে দুস্থ অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজারস্থ কামরান চত্বরে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু। পরে গাড়ি যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে ৪’শত রোজাদারদের হাতে ইফতার তুলে দেন ছাত্রলীগ নেতা ফাহিম রাজা চৌধুরী।
এর আগে, মহামারি করোনায় গত বছরে ন্যায় এই বছরও মানুষের মুখে হাসি ফোটাতে ছাত্রলীগ নেতা ফাহিমের মধ্যবিত্ত ও এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য বিনামূল্যে (টেলি-খাবার) খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
ইফতার বিতরণ কার্যক্রমে ফাহিমকে সহযোগিতা করছেন এস আর ইজদানী, গোলাম মোস্তফা, আব্দুস সামাদ, মাহি, লিমন প্রমুখ।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।