‘মূলত মাস্ক না পরায় এবং সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বেড়ে যাওয়ার কারণে দেশে সংক্রমণ বাড়ছে,’ আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে এমন মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশে এখনও ডেল্টা ভ্যারিয়েন্টেরই প্রাধান্য চলছে। ওমিক্রনের বিস্তার এখনও সেভাবে দেখা যাচ্ছে না। ‘ওমিক্রনের দুয়েকজন লোক পাওয়া যাচ্ছে। যখন ওমিক্রন পাওয়া যাবে, তখন দেখা যাবে সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় একই অবস্থা।’
তিনি বলেন, ‘এখন মূলত মাস্ক না পরা এবং সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বেড়ে যাওয়ার কারণে দেশে সংক্রমণ বাড়ছে। ওমিক্রন এখনও দেশে সেভাবে ছড়ায়নি।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।