সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা বার্ষিক পরিদর্শন করেন এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি থানা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো. এহসান উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত সবাই ফুল দিয়ে পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানান এবং অফিসার ইনচার্জ নিজেই সম্মাননা প্রদান করেন।
পরিদর্শণে পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো দেখেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার দক্ষিণ সুরমা থানায় নব নির্মিত মোটর গ্যারেজের শুভ উদ্বোধন করেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।