আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়নের নির্বাচন। দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ সুরমার ৩নং তেতলী ইউনিয়ন পরিষদে। নির্বাচনী তফসীল অনুযায়ী রোববার ২রা জানুয়ারি বিভিন্ন প্রার্থী তাদের মনেনয়নপত্র জমা দিয়েছেন। এদিন মনোনয়ন জমা দিয়েছেন ৩নং তেতলী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ৪নং ওয়ার্ডের আহমদপুর গ্রামের তরুন সমাজসেবী আবুল কালাম আজাদ।
মনোনয়ন প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টি মুরুব্বি শাহনুর আলী, আব্দুল করিম (কুটন), আব্দুল মালিক, লোকমান আহমদ, জামাল আহমদ, নেছার আলী, রুবেল আহমদ, জাফর আহমদ প্রমুখ।
মনোনয়ন জমা শেষে আবুল কালাম সকলের সহযোগিতা কামনা করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে সমাজের অবহেলিত এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাবেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।