সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পরিদর্শক এসএম মিজানুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ কার্যালয়ে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক এসএম মিজানুর রহমান এর চট্টগ্রাম রেঞ্জে বদলি হওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন সতীর্থরা।
এ সময় উপস্থিত ছিলেন-মহানগর গোয়েন্দা বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহিন মিয়া, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতাউর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আবুল হাসেম মজুমদার।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।