সিলেটের সীমান্ত এলাকা জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ১০ লাখ ৮ হাজার পিস ভারতীয় পাতার বিড়ির চালান ধরেছে র্যাব-৯। রবিবার র্যাব-৯’র এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৯’র মিডিয়া সূত্র জানায়, শনিবার (০৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ব্যাটালিয়ন সদর, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, র্যাব-৯, সিলেট) এর একটি আভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (সিও, র্যাব-৯, সিলেট) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম স্যারের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে জৈন্তাপুরের শিকার খাঁ গ্রামস্থ শিকার খাঁ জামে মসজিদের গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে পরিত্যাক্ত অবস্থায় এই ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জেলা কাস্টম্স অফিসে হস্তান্তর করা হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।