সিলেট লাইভ ডেস্ক
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল শুক্রবার (২৮ মে) বিকেলে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের জালালপুর বাজার ও সিলাম ইউনিয়নের কলাবাগান বাজারে গণসংযোগ করেন।
তিনি গণসংযোগকালে সর্বস্তরের মানুষের কাছে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট প্রদান করার আহ্বান জানান।
গণসংযোগকালে জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মো. আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ লস্কর বশীর, সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. আবুল কালাম তাপাদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ, স্বেচ্ছাসেবক পার্টি নেতা মায়রুফ আহমদ তালুকদার, কাজল পাল, আজিজুর রহমান সবুজ, ছালিক আহমদ, সুমন আহমদ, সুবেদ খান, মো. শুভ, তুষার কুমার দাস, মোহাম্মদ আলী, রিপন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।