গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’টি ড্রেজার মেশিন ধ্বংস এবং বালুবাহী ২৩টি নৌযান আটক করে জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার ৮ আগস্ট পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে জাফলং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোটি টাকা মূল্যের দু’টি ড্রেজার মেশিন মেশিন জব্দ করে সেগুলো আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এসময় ২৩ টি বালুবোঝাই নৌকা আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি ও র্যাব এর সমন্বয়ে ঘটিত টিম নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।