সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদেশি রিভলভারসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। রোববার ৮ আগষ্ট আটককৃত ওই যুবককে বিরুদ্ধে র্যাব-৯ সিলেটের ডিএনিড তোতা মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
পরে আসামীকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর (বড়াখা) গ্রামের মশর উদ্দিনের ছেলে। তাকে শনিবার রাতে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করে র্যাব-৯।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামীকে রোববার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।