ছাতক প্রতিনিধি :: ছাতকে মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালেহ আহমদ, নেছার উদ্দিন, হেলাল উদ্দিন, সাদিকুর রহমান তালুকদার, কামাল উদ্দিন, আব্দুর রহমান, অশিউর রহমান, এবাদুর রহমান ও তালহা আহমদ। তারা সকলেই রাজাপুর গ্রামের বাসিন্দা।
মাওলানা মামুনুল হককে গ্রেফতারের সংবাদে গত রোববার সন্ধ্যায় তার সমর্থকরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংলগ্ন রাজাপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছলে পুলিশ ও তাদের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় রোববার রাতে ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ১০ ব্যক্তিকে গ্রেফতার করে বলে জানান ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।