সিলেট নগরীর কাস্টঘর এলাকার চালিবন্দরে জমি দখল নিয়ে এলাকার মজলাই গং ও মনিন্দ্র গংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে।
জানা গেছে, মহনগরীর চালিবন্দর এলাকার মাদানি সিটির জমি নিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর দিবা রানী দে বাবলির স্বামী মনিন্দ্র রঞ্জন দে ও মাছিমপুর এলাকার হাবিবুর রহমান মজলাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালী থানার সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় হাবিবুর রহমান মজলাই ও মনিন্দ্র পক্ষের ৪ জন মো. সাইদুল (৪০), মো. জমসেদ (৫২), এবাদুর রহমান (৩৫), লিটন (৪০) আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী মাহমুদ।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।