সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন পিয়াইন, লাঠি, জাফলং জিরো পয়েন্ট, বিছনাকান্দি নদী থেকে গেল প্রায় দুই সপ্তাহ ধরে রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। সরকার ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এসব এলাকায় জোরপূর্বক ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বড়ধরনের হুমকির মূখে পড়েছে উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো।
অত্র এলাকার নদীদে প্রায় ২ হাজার টি বালুবাহী বলগেট নৌকা বর্তমানে অবস্থান করছে। প্রশাসনের নাকের ডগায় এমন তান্ডব চললেও এ ব্যাপারে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে গ্রামবাসীর অভিযোগ। প্রশাসনের নিরব ভূমিকার কারনে সঙ্গবদ্ধ চক্র নদীর কয়েকটি স্থানে দিনেও এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সঙ্গবদ্ধ চক্র রাত ১২টা বাজার সাথে সাথে রাতের আধাঁরে এসকল প্রতিটি স্পটে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিদিন কয়েক কোটি টাকার বালু লুটপাট করা হচ্ছে। বালু উত্তোলনকারী প্রতারক সঙ্গবদ্ধ চক্রের কারনে এসব এলাকার পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে। নদীর তীরে ফাটল ধরেছে। বালু উত্তোলন কারণে যখন তখন নদী তীরবর্তী গ্রাম তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী মহল হওয়ার তাদের অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কেউই প্রতিবাদ করতে চায় না। নীরবে তা সহ্য করে।
লাঠি গ্রামের নদীতে লাঠি উত্তর মাইন্জু মিয়ার ছেলে স্বপন ও আরিফ উল্লাহ্ ছেলে সিদ্দেক উল্লাহ্, ফেনাইকুনায় আব্দুল মালিকের ছেলে ফয়েজ উদ্দিন, ইরন মিয়ার ছেলে মইয়ুর আহমদ, বাবুল মেম্বারের ছেলে জাকারিয়া এবং কিবরিয়া প্রতি রাতে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
তারা অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসনের কিছু সদস্যকে ম্যানেজ করে এলাকার চিহ্নিত বালুখোকোরা বালু উত্তোলন করছে।
আহার কান্দি বাজারের পূর্বে শরমিকলীগ নেতা শাহীন ও রুপক এবং সুভাষ নেতৃত্বেআহারকান্দির নদীর বীজ্রের পূর্ব সাইডে বাজারের পূর্বে হাবিবুল্লাহর ছেলে আজিম উদ্দিন ও আব্দুল মতিনের ছেলে রমজান আলী, আব্দুল মতিনের ছেলে ফারুক আহমদ এবং পশ্চিম সাইডে আমবাড়ির আহমদ আলীর ৪ ছেলে দেলোয়ার হোসেন, স্বপন আহমদ, খোকন আহমদ ও আবুল হোসেন এবং কিবরিয়া, নুমান, আবদুর নুর প্রতি রাতে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
হাইডরে জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গির আলম, দুয়ারীখেল হাওরে হাসন আলীর ছেলে জুনাব আলী ও হুনা মিয়া, আব্দুল হাসিমের ছেলে মাসুক আহমদ, পশ্চিম জাফলং উনিয়নের ৫,৬ ও ৭ নং ওয়ার্ডে পিয়ান নদী ও কঞ্চর কাড়া বিএনপি নেতা দেলোয়ারের নেতৃত্বে প্রতি রাতে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
গত বুধবার ও বৃহস্পতিবার দিনে এবং রাতে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, প্রতিটি স্পটে ২০/২৫ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
২নং জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের কাছে মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার ইউনিয়নের আওতাধীন এলাকায় বালু-পাথর উত্তোলন কেউ করতে পারছে না। তবে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ এলাকার আওতাধীন আসাম পাড়া, জিরো পয়েন্ট সহ পিয়াইন নদীর আশপাশ এলাকায় একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র প্রভাব বিস্তার করে প্রতিরাতে ৩ হাজার থেকে ৪ হাজার নৌকা ভর্তি করে নদী থেকে শুধু বালু উত্তোলন করছে। এতে প্রশাসনের বৈধ অনুমতি কেউ দেখাতে পারেনি তিনি জানতে পারেন।
বিষয়টি জানেন না গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল দেব। ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিষিদ্ধ বলে তিনি বলেন- এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, রাতের আধাঁরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খোঁজ নিচ্ছেন।
নদী তীরবর্তী গ্রামবাসিরা, রাতের আধাঁরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভাঙনের কবল থেকে তাদের গ্রাম বাঁচাতে প্রশাসনের প্রতি দাবী জানান।
গত বৃহস্পতিবার ২৯ জুলাই দুপুরে জাফলংয়ের ডাউকি নদীতে গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাফলং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করেন এবং তিনটি বালুবোঝাই নৌকা আটক করেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।