নগরীর খাসদবীর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টায় ঘটনাটি ঘটে। এসময় তিন জন যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের পরিচয় এখনও মিলনি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনূল জাকির ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, এ সড়কটি সিলেটের ভিআইপি সড়ক ও অত্যন্ত ব্যস্ততম সড়ক। এখানে প্রায় দিনই দুর্ঘটনার ঘটে। এর আগে সড়কটি এ অংশে সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবুও থামেনি যানবাহনের বেপরোয়া চলাচল।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।