সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (১৭)।
বুধবার রাত সাড়ে ৮টায় মহাসড়কের কোম্পানীগঞ্জ ইসলামপুর বার্ড অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সোহেল টুকের বাজার টিভিএস মটর্সের মেকানিক হিসেবে কাজ করত। একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল মেরামত করে ট্রায়াল দেয়ার জন্য বের হয়। এ সময় বিপরীতগামী একটি পিকআপ ভ্যান এসে তার চলন্ত মোটরসাইকেলের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
রাত ১০টায় রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এসে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।