সিলেট জেলার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়ায় ও শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সভাপতিত্বে সম্মাননা স্মারক প্রদান কালে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উকিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহমান ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবেদ প্রমুখ।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।