সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় অসহায় মানুষ মোকামবাড়ি প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন ১০, ১১ ও ১২, নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুবি আলম। তিনি এ সময়ে অসহায় মানুষের খোঁজ খবর নেন।
মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে রুবি আলম জানান, টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে নগরীর বিভিন্ন এলাকা সহ সিলেট জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে যাওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ। যার কারণে তারা ঘর থেকে বের হতে না পারায় খাবারের সংকটে পড়েছেন এবং অনেকেই আশ্রয় নিয়েছেন এখানে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানানা।
এর আগে তিনি বন্যা কবলিত এলাকার যুবকদের সাথে নিয়ে অসহায় মানুষের খোঁজ খবর নেন এবং বাড়ি-বাড়ি খাবার বিতরণ করেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।