সিলেট লাইভ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে ছয়কুট নতুন বাজার এলাকায় যমুনা ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে ৫১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি আটকসহ ২ জন পেশাদার চোরাকারবারিকে আটক করে। শুক্রবার রাত পৌনে ৯টায় বিড়িসহ দুইজন আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার শ্রীসুর্য্য গ্রামের সোহরাব খাঁনের ছেলে মো. দোলন খাঁন (৪০) ও প্রতাপী (উত্তর পাড়া) গ্রামের মো. হিরণ মিয়ার ছেলে কোয়াজ মিয়া (২৯)। আটককৃতদের বিরুদ্ধে র্যাব বিশেষ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।