মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে ফুসফুস খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। করোনা ভাইরাস ও অনান্য ব্যাধিতে ফুসফুস আক্রান্ত হলে অনেক দূর্ভোগ পোহাতে হয়। ফুসফুস সজিব, সতেজ ও সবল রাখার উদ্দেশ্যে রোববার সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগে কর্মরত সকল সদস্যদের মাঝে রেসপিরেটরি এক্সারসাইজ রেসপিরোমিটার (Respiratory Exerciser Respirometer) বিতরণ করা হয়েছে।
এসএমপি’র ট্রাফিক বিভাগে কর্মরত সকল অফিসার ফোর্সদের মধ্যে রেসপিরেটরি এক্সারসাইজ রেসপিরোমিটার (Respiratory Exerciser Respirometer) বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
এসময় ট্রাফিক বিভাগে কর্মরত ২৪০ অফিসার, ফোর্স ও সিভিল কর্মচারীদের মাঝে এই রেসপিরোমিটার বিতরণ করা হয়েছে।
রেসপিরোমিটার মূলত শ্বাস প্রশ্বাসের একটি ব্যায়াম যন্ত্র। এটি দিয়ে গভীরভাবে শ্বাস নেয়া এবং গভীরভাবে শ্বাস ছাড়া-এই প্রক্রিয়ায় ফুসফুসের ব্যায়াম করা যায়। এভাবে ফুসফুসের ব্যায়াম করলে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় থাকে এবং সতেজ থাকে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।