সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে সিলেট নগরীর একটি অভিজাত পার্টি সেন্টারে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সকল সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে৷
এতে অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দসহ নেতৃবৃন্দ এবং ল’ গ্র্যাজুয়েটগন। সফল এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি, সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাইমিন চৌধুরী বাপ্পি এবং সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ শাহাদাত আলী শাকী।
সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনজুর ইলাহী সামি, ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহিবুর রহমান।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।