সিলেট মহানগরীর উপশহরে বিশ্বনাথের এক প্রবাসীর বাসা দখল করার অভিযোগে জেলা যুবদল নেতা মিজানুর রহমান নেসারকে কারাগারে পাঠিয়েছে আদালত। মিজানুর রহমান নেসার সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।
উপশহরের ব্লক-বি এর ১৫ নং রোডের ১৮ নং বাসা রশিদ মঞ্জিল দীর্ঘদিন থেকে দখল করে রাখেন। এ ঘটনায় একটি মামলা করেন বিশ্বনাথের এক প্রবাসী। প্রবাসীর এমন অভিযোগে গত ৭ অক্টোবর বৃহস্পতিবার ওই মামলায় তিনি আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।