সিলেট লাইভ ডেস্ক
দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে গেলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সিলেট ব্যুরো প্রধান এবং সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে সাংবাদিক হিসেবে ওই সম্মেলনে যোগ দিচ্ছেন শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
বাংলাদেশের প্রতিনিধি দলটি বুধবার (১৪ জুলাই) ভোরে ঢাকা থেকে তাসখন্দের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠেয় দুই দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। সম্মেলন শেষে প্রতিনিধি দলটির আগামী ১৯ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব SylhetLive24.Com কর্তৃক সংরক্ষিত ।